জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি

ইনফোটুডে ২৪। ছবি / স্বেচ্ছায় বৃক্ষরোপণ কর্মসূচি
এনামুল হক, “নারায়ণগঞ্জ প্রতিনিধি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে রক্তের গ্রুপ নির্ণয়, স্বেচ্ছায় রক্তদান ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল ৩ জুন মঙ্গলবার উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পূর্ণবাসন কেন্দ্রে ইউনিয়ন যুবদলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ শামীম মিয়ার সভাপতিত্বে এবং সামাজিক সংগঠন সাইনবোর্ড ব্লাড ব্যাংক এন্ড ট্রান্সফিউশন সেন্টারের সহযোগিতায় দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, চনপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি মনির দেওয়ান, সাধারণ-সম্পাদক মানিক ঢালী, সিনিয়র যুগ্ম সাধারণ-সম্পাদক আয়ুব আলী, বিএনপির দপ্তর-সম্পাদক খালেদ হাসান রতন, ৪নং ওর্য়াড যুবদলের সভাপতি আমিনুল ইসলাম, হাসান মিয়া , রুবেল, ছাত্রদল নেতা রানা আহমেদ, নাইম, রাজু, ইউনিয়ন মহিলা দলের সাধারণ-সম্পাদক রাশিদা আক্তার, সাংগঠনিক সম্পাদক হেলেনাসহ আরও অনেকে।

সভাপতির বক্তব্যে শামীম মিয়া বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক বাংলার রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকীতে রক্তের গ্রুপ নির্ণয়, স্বেচ্ছায় রক্তদান ও বৃক্ষরোপণসহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি।
বিএনপি একটি জনবান্ধন দল। এ দলের প্রতিটি নেতাকর্মী সাধারণ মানুষের সেবক হিসেবে কাজ করে। বিগত স্বৈরাচারী আওয়ামীলীগ সরকারের আমলে এই চনপাড়া পূর্ণবাসন কেন্দ্রে মাদক, জুয়া ও সন্ত্রাসের আখড়ায় পরিনত হয়েছিল। বর্তমানে চনপাড়ায় পরিবেশ সম্পূর্ণ ভিন্ন রূপে ফিরে এসেছে।

আমরা চনপাড়ায় মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করছি। রূপগঞ্জে গণমানুষের নেতা মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু ভাইয়ের নির্দেশনায় যুবদলের নেতাকর্মীরা সবসময় জনগণের পাশে আছে। পরে শতাধিক বিভিন্ন ফলের, ঔষধি ও কাঠ গাছের চারা রোপণ করা হয়।