জুন ২২, ২০২৫

ডিএমপির উদ্যোগে বিচারিক মেইনটেনেন্স বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

0
ডিএমপির উদ্যোগে বিচারিক মেইনটেনেন্স বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

ইনফোটুডে২৪। ছবি / ডিএমপির আলোচনা সভা।

মহানগর ডেস্কঃ  ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রসিকিউশন বিভাগের উদ্যোগে আদালতে সাক্ষী হাজিরকরণ ও বিচারিক রেজিস্টার মেইনটেনেন্স বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন ইনফটুডে ২৪
বিজ্ঞাপন

আজ মঙ্গলবার ৩-জুন বিকাল ৪-টায় বিজ্ঞ মহানগর দায়রা জজের কনফারেন্স রুমে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. তারেক জুবায়েরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞ ঢাকা মহানগর ও দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন (গালিব)।

 

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মোঃ নজরুল ইসলাম, পিপিএম-সেবা, অতিরিক্ত মহানগর দায়রা আদালতের বিচারকগণ, ঢাকা আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রাজ্জাক ও সেক্রেটারি মো. নজরুল ইসলাম।

ডিএমপির উদ্যোগে বিচারিক মেইনটেনেন্স বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত
ইনফোটুডে ২৪। ছবি / ডিএমপি আলোচনার

প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগর ও দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন (গালিব) বলেন, আদালতে সাক্ষী হাজিরকরণে ডিজিটাল সাক্ষী জোরদার করতে হবে। সুষ্ঠু ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে সকল প্রতিবন্ধকতা দূর করে সাক্ষী হাজিরকরণ ব্যবস্থাকে আরও আধুনিক ও যুগোপযোগী করতে হবে।

 

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মোঃ নজরুল ইসলাম, পিপিএম-সেবা বলেন, এই সভা পুলিশ ও বিচার বিভাগের মধ্যে একটি সেতুবন্ধন তৈরি করেছে। তিনি সাক্ষী হাজিরকরণ এবং বিচারিক রেজিস্টার যথাযথভাবে মেইনটেনেন্সের মাধ্যমে বিচার প্রক্রিয়াকে আরও দক্ষ ও তরান্বিত করার উপর জোর দেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

সভাপতির বক্তব্যে উপ-পুলিশ কমিশনার  মো. তারেক জুবায়ের বলেন, বিচারিক প্রক্রিয়ার গতিশীলতা বৃদ্ধি এবং নির্দিষ্ট সময়ের মধ্যে বিচার সম্পন্ন করতে সাক্ষী হাজিরকরণ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে বিচারিক কাজের ডিজিটালাইজেশন এবং দৈনন্দিন বিচারিক রেজিস্টার মেইনটেনেন্সকে আরও যুগোপযোগী ও সহজ করার উপর জোর দেন তিনি।

 

প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মাঈন উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিভিন্ন আদালতের পাবলিক প্রসিকিউটরগণ, অতিরিক্ত ও সহকারী প্রসিকিউটরগণ উপস্থিত ছিলেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *