দক্ষিণী সিনেমার লাস্যমীয় নায়িকা শ্রীলীলা।

স্টাফ রিপোর্টার : রুহুল আমিন শিশির।
সাম্প্রতিক সময়ে দক্ষিণী সিনেমার নতুন আলোচিত নাম শ্রী লীলা। রূপ-লাবণ্য আর প্রাণবন্ত অভিব্যক্তিতে ইতোমধ্যে সিনেপ্রেমীর হৃদয় জয় করে নিয়েছেন তিনি। তরুণদের পাশাপাশি সব বয়সী দর্শক এখন মজে আছেন এই তেলেগু সুন্দরীর উপস্থিতিতে।

বর্তমান সময়ে ভারতীয় চলচ্চিত্রে অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হিসেবে নিজের অবস্থান পোক্ত করে ফেলেছেন এই লাস্যমীয় নায়িকা শ্রীলীলা। ২৫ বছর বয়সী শ্রীলীলার জন্ম যুক্তরাষ্ট্রের ডেট্রয়েটে। জন্ম আমেরিকায় হলেও বেড়ে ওঠেন ভারতের বেঙ্গালুরুতে। তাঁর মা একজন বিখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ। চিকিৎসা পেশায় যাওয়ার ইচ্ছে থাকলেও কোনো এক অজানা কারণে তিনি অভিনেত্রী হয়েছেন।

২০১৭ সালে তেলেগু সিনেমা চিত্রাঙ্গদা-তে শিশুশিল্পী হিসেবে অভিষেক হলেও ২০১৯ সালে কন্নড় চলচ্চিত্র ‘কিস’ দিয়ে তিনি নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন। অভিষেক সিনেমাতেই জাতীয় পুরস্কার জিতে নিয়ে সবাইকে তাক লাগিয়ে দেন এই অভিনেত্রী। শ্রীলীলার অভিনয় জীবনের সবচেয়ে বড় মোড় আসে ২০২১ সালে ‘পেল্লি সান্ধাডি’ সিনেমাটি। এটি বাণিজ্যিকভাবে সফল না হলেও তাঁর অভিনয় দারুণ প্রশংসিত হয়। এরপর তিনি রবি তেজার বিপরীতে ‘ধামাকা’ সিনেমায় অভিনয় করেন, যা বক্স অফিসে ব্যাপক সাফল্য পায়।

সবচেয়ে আলোচনায় আসেন ‘পুষ্পা-২: দ্য রুল’ সিনেমার আইটেম গান ‘কিসসিক’-এর মাধ্যমে। এই গানের ঝড়ে এক লহমায় জনপ্রিয়তার শীর্ষে উঠে আসেন তিনি। তাঁর লাস্যময়ী রূপ, শিহরণ জাগানো অভিব্যক্তি এবং আকর্ষণীয় পারফরম্যান্স তাঁকে রাতারাতি প্যান-ইন্ডিয়ান তারকায় পরিণত করে। ধামাকা এবং পুষ্পা-২-এর পর শ্রীলীলা একের পর এক সিনেমায় চুক্তিবদ্ধ হন। এছাড়াও, তিনি দক্ষিণী সুপারস্টার মহেশ বাবুর সঙ্গে গুন্টুর কারমা ছবিতে অভিনয় করেন, যা তাঁর ক্যারিয়ারকে নতুন গতি দেয়।

বলিউডে অভিষেকের জন্যও প্রস্তুতি নিচ্ছেন তিনি। সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে ‘মিত্তি’ সিনেমার মাধ্যমে বলিউড যাত্রা শুরু করতে যাচ্ছেন এই গ্ল্যামারাস অভিনেত্রী। অন্যদিকে এরই মধ্যে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন ‘আশিকি ৩’ সিনেমায়; যেখানে তিনি কার্তিক আরিয়ানের বিপরীতে প্রধান নারী চরিত্রে অভিনয় করবেন। অনুরাগ বসু পরিচালিত এই রোমান্টিক সিনেমার ফার্স্ট লুক সম্প্রতি প্রকাশিত হয়েছে, যেখানে কার্তিককে গিটার হাতে দেখা যায়। ‘আশিকি ৩’ সিনেমাটি চলতি বছরেই মুক্তির কথা রয়েছে।