মার্চ ২৮, ২০২৫

দুজন কর্মীর বাংলাদেশি প্রতিষ্ঠান পেয়েছে ২৯ মিলিয়ন ডলার যার নামও কেউ জানেন না, “ট্রাম্প।

0
বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করার জন্য যুক্তরাষ্ট্র সরকার।

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করার জন্য যুক্তরাষ্ট্র সরকার। ছবি/ সংগ্রহীত

অনলাইন ডেস্কঃ  

মার্কিন প্রেসিডেন ডোনাল্ড ট্রাম্প বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করার জন্য যুক্তরাষ্ট্র সরকার একটি প্রকল্প থেকে ২৯ মিলিয়ন ডলার দেয়া হয়েছিল। এই অর্থ এমন একটি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে  যার নাম এখনো কেউ জানেন না।  আর সেখানে কাজ করনে মাত্র দুইজন কর্মী।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিজ্ঞাপন

স্থানীয় সময় শুক্রবার (২১ফেব্রুয়ারি) হোয়াইট হাউজে দেশটির গর্ভনরস নিয়ে আয়োজিত অনুষ্ঠান গর্ভনরস ওয়ার্কিং সেশনে এ-কথা জানান।

ট্রাম্প বলনে, ‘বাংলাদশেদের রাজনৈতিক পরিবেশকে শক্তিশালী করার জন্য ২৯-মিলিয়ন ডলার দেওয়া হয়। যার নাম কখনও কেউ শোনেনি। এ নিয়ে বিদ্রুপও করছেনে। মার্কিং প্রেসিডেন বলনে, তাদের খুব শিগরি কোনো বিখ্যাত বিজনেজ ম্যাগাজিনের প্রচ্ছেদ দেখা যায়।  মহাপ্রতারক হিসেবে।

তার আগে ভারতের একটি প্রকল্পের কথাও উল্লেখ করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি আরও বলনে, ‘ভারতে ভোটার উপস্থিতি বাড়াতে আমার বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-কে ২১ মিলিয়ন ডলার দেওয়া হয়েছে। কিন্তু আমাদের দেশের ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য কেন নয়। আমিও চাই এখানে ভোটার আশুক।

গত (১৬ফেব্রুয়ারি) বিশ্বের বিভিন্ন দেশে নানআ কর্মসূচিতে যুক্তরাষ্ট্ররে বৈদেশিক সহায়তা সংস্থা ইউএস আইডির অর্থায়ন বাতিল করে ইলন মাস্কের নেতৃত্বাধীন যুজত্রাষ্ট্ররে সরকারি দক্ষতাবিষয়ক বিভাগ (ডওিজইি)। এর আওতায় বাংলাদশেরে ‘রাজনৈতিক পরিমণ্ডল, ‘শক্তিশালী করতে ২৯ মিলিয়ন মার্কিন ডলারের কর্মসূচি বাতিল করা হয়েছে।

 

সূত্র/টাইমস অব ইন্ডিয়া।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *