জুন ২২, ২০২৫

দেশীয় অস্ত্রসহ তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ

0
দেশীয় অস্ত্রসহ তিন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ

ইনফোটুডে ২৪। ছবি / গ্রেফতারকৃত। আলতাফ, আল আমিন ও মিলন।

স্টাফ রিপোর্টারঃ 

রাজধানীর বাবু বাজার এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডিএমপির কোতয়ালী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- ১। আকিব হোসেন আলতাফ (২০) ২। মোঃ আল আমিন (২৫) ও ৩। মোঃ মিলন (২৩)।

বিজ্ঞাপন ইনফটুডে ২৪
বিজ্ঞাপন

শুক্রবার ৩০-মে রাত আনুমানিক ৯-টায় বাবু বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

 

কোতয়ালি থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে কোতয়ালী থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পায় কতিপয় দুষ্কৃতকারী কোতয়ালী থানার বাবু বাজার এলাকায় দেশীয় অস্ত্রসহ ছিনতাই করার উদ্দেশে একত্রিত হয়েছে। এমন তথ্যের ভিত্তিতে উক্ত টিম সেখানে অভিযান পরিচালনা করে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আকিব, আল আমিন ও মিলনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে তিনটি ধারালো চাকু ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতয়ালী থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

 

থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা প্রত্যেকেই ছিনতাইকারী দলের সদস্য। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে কোতয়ালীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ছিনতাই করতো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *