নির্বাচনের সময় জানালেন রিজওয়ানা

Oplus_131072
ইনফোটুডে২৪ ডেস্ক:
এবছরের ডিসেম্বর কিংবা সামনের বছরের জুনের মধ্যে নির্বাচন হবার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা রিজওয়ান হাসান।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত সংবাদ সম্মেলনে হাজির হয়ে এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, মোরাল পুলিশিংযের স্থান বাংলাদেশে নাই। নারীর প্রতি সহিংসতা কোনভাবেই গ্রহন যোগ্য করেনা সরকার। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, চাঁদাবাজি বন্ধের পদেক্ষপ নিচ্ছে সরকার। যখনই কোন ঘটনা নজরে আসে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হচ্ছে।