জুন ২২, ২০২৫

নির্বাচন নিয়ে নতুন বার্তা সুস্পষ্ট অবস্থানে ইনসানিয়াত বিপ্লব

0
নির্বাচন নিয়ে নতুন বার্তা সুস্পষ্ট অবস্থানে ইনসানিয়াত বিপ্লব

ইনফোটুডে ২৪। ছবি / আল্লামা ইমাম হায়াত ও মোহাম্মদ-খোকা ।

রিপোর্ট, মোহাম্মদ-খোকা। 

বাংলাদেশের জণগনের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। বর্তমান সরকার সকল নিবন্ধন পাওয়া রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে নির্বাচন দেওয়ার আহ্বান বিশ্ব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের।

বিজ্ঞাপন ইনফটুডে ২৪
বিজ্ঞাপন

ডিসেম্বর ২০২৫’র মধ্যেই সংসদ নির্বাচনের পক্ষে সুস্পষ্ট অবস্থানে আছেন এই রাজনৈতিক দলটি। চলমান জাতীয় সংকট থেকে উত্তরণের জন্য ডিসেম্বরের মধ্যেই একটি পক্ষপাতহীন, সুষ্ঠু ও দলনিরপেক্ষ নির্বাচনের আহ্বান জানিয়েছেন। বিশ্ব ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ-এর চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত।

নির্বাচন নিয়ে নতুন বার্তা সুস্পষ্ট অবস্থানে ইনসানিয়াত বিপ্লব
ইনফোটুডে ২৪। ছবি / বিশ্ব ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ-চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত।

ইনফোটুডে টোয়েন্টিফোর-কে আল্লামা ইমাম হায়াত জানান, দেশের মজলুম ও বিক্ষুব্ধ মর্মাহত জনগণ এখন একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন চায়। ছাত্র জনতার আন্দোলনের পর থেকে বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনের কথা বলে আসছেন। ইনসানিয়াত জনগণের কথা বলছেন, দেশের এখন বর্তমান পরিস্থিতিতে ধর্মের নামে উগ্রবাদী ও স্বৈররাজনীতির প্রভাব, একইসাথে বিদেশি অপশক্তির হস্তক্ষেপ, দেশের স্বাধীনতা ও গণতন্ত্রকে চরম হুমকির মুখে ফেলেছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

এই সময় তিনি আরও বলেন, একমাত্র মানবতার রাজনীতিই পারে রাষ্ট্র ও গণতন্ত্রকে রক্ষা করতে। ধর্ম, গণতন্ত্র ও জীবনের স্বাধীনতা রক্ষার লক্ষ্যে মানবতার রাজনীতির ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান করেন। সঠিক জনপ্রতিনিধিত্বশীল ও জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার জন্য দলনিরপেক্ষ নির্বাচনকালীন সরকার প্রয়োজন। সেই সঙ্গে দেশ-বিদেশে অবস্থানরত সকল নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করতে ‘ডিজিটাল প্রক্রিয়ার মাধ্যমে ভোট গ্রহণ উদ্যাগ নিতে হবে সরকার-কে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *