প্রকৃতির সবুজের যৌবন সাজানো এই শ্রাবন

প্রকৃতির সবুজ। ছবি সংগ্রহীত
রিপোর্টঃ মোহাম্মদ-খোকা।
পৃথিবীর সব রং তুলি দিয়ে, হয়তো কেউ আমার মাতৃভূমির, এই সবুজ প্রকৃতির সৌন্দর্য তুলে ধরতে পারবে না। এত সুন্দর করে আমার বিধাতা এই সবুজ প্রকৃতি তৈরি করেছেন। সবুজ প্রকৃতির বুকে মানুষ খোঁজে পায় জীবনের হারিয়ে যাওয়া আসল সুখ। সবুজ মনোরম পরিবেশ, সাথে মৃদু বাতাস, আর কি লাগে সবুজ প্রকৃতির মাঝে হারিয়ে যেতে। প্রকৃতিক সবুজের যৌবন সাজানো এই শ্রাবন, আপনি চলে আসেন কোন এক সন্ধার আলো হয়ে সবুজ এর সৌন্দর্যের গ্রামে। হারিয়ে যাবো কোন এক প্রকৃতির বিকেলে।

এই কথা গুলো এখন গল্পতে মানায়। ইট পাথরের শহন হয়ে যাচ্ছে গ্রাম গুলো, হারিয়ে যাচ্ছে হারিয়ে বসতে শুরু করেছে প্রকৃতির রূপ। সাধারণত এমন সবুজ চোখে পড়লে মনে হয় থেকে যাই এখানে। সেই সৌন্দর্য উপভোগ করতে হলে আসতে হবে গ্রামে। দ্বীপ জেলা ভোলা, চট্রগ্রাম, রাঙ্গামাটি, সিলেট, সাজেক সহ এমন সৌন্দর্যের ঠিকানায়। পাখির কিচিমিচি ডাক, মৃদু বাতাস সবুজের হাত চাউনি টানে বারে বার। বাহাড়ি ঝর্ণা প্রকৃতির ভালোবাসা সৌন্দর্যের মায়া পাওয়া যায় গ্রামবাংলায়।