বিগ ব্যাশ ড্রাফটে ১০-বাংলাদেশি, “রিটেইন হতে পারেন রিশাদ”

ছবি। সংগ্রহীত
খেলার, ইনফোটুডে-২৪। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের পরবর্তী ড্রাফট অনুষ্ঠিত হবে ১৯-জুন। আর এই ড্রাফটে নাম উঠতে যাচ্ছেন বাংলাদেশের ১০-ক্রিকেরের। এইদিকে আর রিশাদ হোসেনকে রিটেইন করতে পারে তার আগের দল হোবার্ট হারিকেন্স।

গত মৌসুমে টাইগার স্পিনার রিশাদ হোসেনকে দলে নিয়েছে হোবার্ট। একই সময় বিপিএল থাকায় বিগ ব্যাশে খেলার ছাড়পত্র পান নাই তিনি। সেই হোবার্টই গত মৌসুমে শিরোপা জিতেছেন। শোনা যাচ্ছে, রিশাদকে ধরে রাখতে পারে বিগ ব্যাশের বর্তমান চ্যাম্পিয়নরা।

এদিকে ড্রাফটে বাংলাদেশি যে ১০-ক্রিকেটার রয়েছে তারা হলেন, “মেহেদী হাসান মিরাজ, “তানজিম হাসান সাকিব, “তানজিদ হাসান তামিম, “শেখ মেহেদী হাসান, “তাওহীদ হৃদয়, “তাইজুল ইসলাম, “হাসান মাহমুদ, “শামীম হোসেন পাটোয়ারি, “মোস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার।

এবারের বিগ ব্যাশের ড্রাফটে আছেন ইংল্যান্ডের ৪২-বছর বয়সি পেসার জেমস অ্যান্ডারসনও। যদি কোনো দল ড্রাফটে অ্যান্ডারসনকে কেনে, আর আগামী মৌসুমে খেলায় তবে হগের (৪৬-বছর) পর দ্বিতীয় বয়স্ক ক্রিকেটার হিসেবে বিগ ব্যাশে খেলার রেকর্ড গড়বেন তিনি।

এদিকে যদি হোবার্ট রিশাদকে ধরে রাখে তবে এবারও তিনি খেলতে পারবেন কিনা সেটা নিয়ে প্রশ্ন রয়েছে অনেক। কারণ, বিগ ব্যাশের আগামী আসর শুরু হবে ডিসেম্বরে। আর একই সময় শুরু হতে পারে বাংলাদেশ প্রিমিয়ার লিগও (বিপিএল)। ফলে বিসিবি এবারও রিশাদকে এনওসি দিবে কিনা সেটা সময়ই বলে দেবে।