বৈশাখী টিভিতে শিশিরের ঈদে থাকছে ৭-পর্ব ধারাবাহিক নাটক

ছবি / পরিচালক শিশির
ইনফোটুডে ২৪ ডেস্ক:
এবারের ঈদে বৈশাখী টেলিভিশনের পর্দায় আসছে নির্মাতা রুহুল আমিন শিশিরের পরিচালনায় ৭ পর্বের বিশেষ ধারাবাহিক নাটক। ঈদের দিন রাত ৯টা ২০ মিনিট থেকে শুরু হয়ে ধারাবাহিকটি প্রচারিত হবে প্রতিদিন একই সময়ে।

নাটকটিতে থাকছে হাসি, আনন্দ, নাটকীয়তা ও হৃদয় ছোঁয়া গল্পের সংমিশ্রণ। নির্মাতা রুহুল আমিন শিশির বরাবরই দর্শকদের বিনোদন দিতে ব্যতিক্রমী গল্প ও নির্মাণ শৈলী নিয়ে কাজ করেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। নাটকটিতে জনপ্রিয় ও প্রতিভাবান অভিনয়শিল্পীদের দেখা যাবে, যারা তাদের অনবদ্য অভিনয়ে দর্শকদের মুগ্ধ করবেন।

ঈদের বিশেষ এই আয়োজন নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বৈশাখী টেলিভিশনের পর্দায় ঈদের আনন্দ বাড়িয়ে দিতে আসছে এই বিশেষ ধারাবাহিক, যা দর্শকদের জন্য একটি চমৎকার উপহার হতে যাচ্ছে।
নাটকটিতে অভিনয় করেছেন, শহীদুজ্জামান সেলিম,ওয়ালিউল হক রুমি, ফারজানা ছবি, ফারহানা মিলি, আইনুন পুতুল, সিলভিয়াসহ আরো অনেকে।