ভিডিও আপলোড করে নতুন করে আলোচনায় পরীমনি।

পরীমনি। ছবি / সংগ্রহীত
বিনোদন ডেস্কঃ সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন একটি ভিডিও আপলোড করে আবারও আলোচনায় ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমণি। গোসল করতে গিয়ে ভিডিও করে তার নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে আপলোড করেন। ওই ভিডিওতে ভক্তদের সঙ্গে নিজের শৈশবের স্মৃতি শেয়ার করেছেন তিনি।

ক্যাপশনে লিখেছেন, “এখানেই আমার সমস্ত শৈশব, “এখানে আসলেই আমি ছোটবেলায় ফিরে যাই। এই একটা ছোট্ট পুকুরে আমরা এত জন মিলে পুকুরের পানি সব ঘোলা করে ফেলেছি হিহি। কয়েকদিন পর এইখানে এই পুকুর টা থাকবে না। এখানে একটা কাঁচের বাড়ি বানাবো ইনশাআল্লাহ।