ভোলায় নৌবাহিনীর অভিযানে বিপুল পরিমান অবৈধ জাল আটক

তজুমদ্দিন, ভোলা -প্রতিনিধি ।
ভোলার তজুমদ্দিনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কারেন্টজাল সহ ৫ ব্যবসায়ীকে আটক করেছেন নৌবাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১২টায় তজুমদ্দিন উপজেলা প্রশাসন যৌথ অভিযান পরিচালনা করেন।
এসময় পাঁচটি দোকানে ৬-লক্ষ ৫০-হাজার ৫৫০-মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। যার বর্তমান বাজার মূল্য ৩৯-লক্ষ ৫৯-হাজার ৫০-টাকা। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ব্যবসায়ীদের আর্থিক জরিমানা করা হয়। জব্দ করা জাল নৌবাহিনীর জিম্মায় নেওয়া হয়।
তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শুভ দেবনাথ মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫(২) ধারায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। নিষিদ্ধ কারেন্টজাল রাখার দায়ে ভ্রাম্যমান আদালতে মামুন ষ্টোরকে ৫হাজার, অঞ্জয় ষ্টোরকে ৩ হাজার, তানিয়া ষ্টোরকে ৫হাজার, বিপ্লব ষ্টোরকে ৫ হাজার ও ফরিদ ষ্টোরকে ৫হাজার মোট ২৩ হাজার টাকার আর্থিক জরিমানার রায় প্রদান করেন। পরে প্রত্যেকে জরিমানার টাকা প্রদান করে ছাড়া পান।
জব্দ করা জাল নৌবাহিনীর সদস্যদের জিম্মায় দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, লেফটেন্যান্ট সাফ ওয়ান, উপজেলা মৎস্য কর্মকর্তা আমির হোসেন, সামদ্রিক সৎস্য কর্মকর্তা মোঃ আল আমিন, লালমোহন উপজেলার সামদ্রিক কর্মকর্তা মোঃ সাইদুর রহমানসহ পুলিশের প্রতিনিধি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ দেবনাথ বলেন, মৎস্য সম্পদ রক্ষার জন্য উপজেলা প্রশাসন, বাংলাদেশ নৌবাহিনী, মৎস্যদপ্তর ও পুলিশের সমন্বয়ে ১১ থেকে ২-টা পযন্ত তজুমদ্দিন মধ্য বাজারে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় বিপুল পরিমাণে নিষিদ্ধ কারেন্ট জাল ও দোকান মালিককে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫ দোকান মালিককে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়। আটক জাল নৌবাহিনীর নিকট হস্তান্তর করা হয়েছে। জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত রাখা হবে।