ভোলায় বাস্তহারা দলের দলীয় কার্যালয় শুভ উদ্বোধন।

মোঃ হাসনাইন। তজুমদ্দিন, ভোলা।
বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি সহযোগী সংগঠন বাস্তহারা দলের তজুমদ্দিন উপজেলা শাখার দলীয় কার্যালয় শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ ১লা এপ্রিল (মঙ্গলবার) তজুমদ্দিন উপজেলার সাজি পুকুর পাড়ে এই দলীয় কার্যালয় উদ্বোধন করেন তজুমদ্দিন উপজেলা বিএনপি ও ভোলা জেলা বাস্তহারা দল।
বাস্তহারা দল তজুমদ্দিন উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন এর সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা বিএনপির সদস্য সচিব ওমর আসাদ রিন্টু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী বাস্তহারা দল ভোলা জেলা শাখার সভাপতি সফু হাওলাদার, সাধারণ সম্পাদক জসিম, সাংগঠনিক সম্পাদক রুবেল খান।
ইকবাল হোসেন মায়ার সঞ্চালনায় উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক শাহাদাত হোসেন পাটোয়ারী ও এ কে এম মহিউদ্দিন জুলফিকার। সাবেক উপজেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন হাওলাদার, তজুমদ্দিন উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান মোহাম্মদ সাফা পিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান পাটোয়ারী সহ উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা দলীয় কার্যালয়ের গুরুত্ব ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন এবং দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীদের বিপুল উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।