জুলাই ১৩, ২০২৫

ভোলায় স্বামীকে আটকে রেখে স্ত্রী-কে গণধর্ষন করার অভিযোগ উঠেছে।

0
ক্ষমতার দাপটে স্বামীকে আটকে রেখে স্ত্রী-কে গণধর্ষন করার অভিযোগ উঠেছে।

ছবি / ভুক্তভোগী । সোহাগ ও শাহিনূর বেগম।

স্টাফ রিপোর্টার ।    স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। ভোলার তজুমদ্দিন চাঁদপুর ইউনিয়ন ৫নং ওয়ার্ডের কামাড়পট্টি এলাকায় এই ঘটনা ঘটেছে।

ইনফোটুডে-২৪ লিমিটেড কোম্পানি
বিজ্ঞাপন

শম্ভুপু ইউনিয়ন ৮নং ওয়ার্ডের কোড়ালমারা গ্রামের সোহাগ কে পরিকল্পিত ভাবে ঢেকে এনে  আটকে রেখে একদল যুবক চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অশিক্ষার করলে, “তার স্ত্রী শাহিনুর-কে ফোন করে এনে সংঘবদ্ধভাবে ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে।

 

ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ
বিশ্ব ইনসানিয়াত বিপ্লব এ আপনাকে স্বাগতম।

ভূক্তভোগী জানান, সোমবার রাতবর তার স্বামীকে বেঁধে চার-লক্ষ টাকা চাঁদা দাবি করেন, বিএনপির শ্রমিকদল ও যুবদলের নেতা ফরিদ, আলাউদ্দিন ও রাসেল। এ-সময় চাঁদা দিতে না পেরে স্বামীকে বেঁধে তাকে ফোন করে এনে সংঘবদ্ধ ভাবে ধর্ষণ করা হয়। বিষয়টি নিয়ে কোন ধরণের ব্যবস্থা না নেওয়ার জন্য একাধিক বার প্রণাশের হুমকি প্রধান করেন। এমন ঘটনার বিষয়টি নিয়ে বিভিন্ন নেতা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন।

ইনফোটুডে-২৪
বিজ্ঞাপন

ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতা ভুগছেন, এমন চাঞ্চল্যকর ঘটনার ভিডিও সামাজিক যোগাযগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। পড়ে বিষয়টি নিয়ে তজুমদ্দিন থানায় ৫-জনকে আসামীকরে মামলা করা হয়। পরে অভিযুক্ত সহযোগী ঝর্ণা-কে আটক করেছেন পুলিশ।

 

বিষয়-টি নিয়ে তজুমদ্দিন থানার ইনচার্জ মহব্বত কে একাধিকা বার ফোন করে তাকে পাওয়া যায়নি।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *