ভোলার সংঘবদ্ধ ধর্ষণ মামলার আরেক আসামি গ্রেফতার

ভোলা র্যাব-৮ থেকে সংগ্রহীত। ছবি
ভোলা প্রতিনিধি। ভোলার তজুমদ্দিনে চাঁদার জন্য স্বামীকে মারধর ও স্ত্রীকে ধর্ষণ মামলার আসামি মো. মানিককে ইলিশা লঞ্চঘাট থেকে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার (২-জুলাই) দুপুরে তাকে গ্রেফতার করার পর ডিবি পুলিশের কাছে সোপর্দ করা হয়।
র্যাব-৮ এর ভোলা ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট শাহরিয়ার রিফাত অভি জানান, দুপুর ২-টায় ইলিশার ঢাকা লঞ্চঘাট থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে ভোলার ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ডিবির পরিদর্শক ইকবাল হোসেন জানান, র্যাব তাদের কাছে আসামি হস্তান্তর করেছেন। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেযা হবে বলে জানান। মানিক ধর্ষণ মামলার ৫-নং আসামি। তিনি তজুমদ্দিন উপজেলা সদরের মাওলানা কান্দির মৃত নুরুল হক মাঝির ছেলে।
নির্যাতিতার স্বামী বাদী হয়ে ৩০-জুন তজুমদ্দিন থানায় ৭-জন এজাহারভুক্ত আসামি ও ৪-থেকে ৫-জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন। ওই মামলায় এ পর্যন্ত ২ জন গ্রেফতার হয়েছে।