ধর্ষণের প্রতিবাদ করায় হামলার শিকার হলেন ছাত্রদলের সাধারণ সম্পাদক।

আহত ছাত্রদল সাধারণ সম্পাদক সাব্বির তালুকদার / ছবি।
অনলাই নিউজ ডেস্ক। ধর্ষকের বিরুদ্ধে প্রতিবাদ করায়, তজুমদ্দিন উপজেলা চাঁদপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সাব্বির তালুকদারের উপরে একদল সন্ত্রাসী হামলা করেন। এমন ঘটনা তীব্র নিন্দা ও যথাযথ বিচার দাবি জানিয়েছেন ছাত্রসমাজ।

ঘটনাটির বিষয় জানা যায়, এমন ঘটনা নিয়ে তজুমদ্দিনের ছাত্র এই নেতা তার ফেসবুক অ্যাকাউন্ট লাইভে এসে প্রতিবাদ করেন। তার জের ধরে তার উপর সন্ত্রাসীরা হামলা করেন। পরে স্থানীয় কয়েক জন তাকে উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ-কমপ্লেক্সে নিয়ে আসেন।
তবে বিষয়-টি নিয়ে সাব্বির-কে একাধিক বার ফোন করার পরেও তাকে পাওয়া যায় নাই।