জুলাই ১৩, ২০২৫

যমুনা সেতুতে একদিনে টোল আদায় হয়েছে ২ কোটি ৭৯ লাখ।

0
যমুনা সেতুতে একদিনে টোল আদায় হয়েছে ২ কোটি ৭৯ লাখ।

ছবি / সংগ্রহীত।

স্টাফ রিপোর্টারঃ       শহরমুখী মানুষ ঈদ কাটিয়ে জীবিকার তাগিদে রাজধানী কর্মস্থলে ফিরতে শুরু করেছে। ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক দিয়ে যানবাহনের চাপ বেড়েছে। তবে কোথাও কোন যানজটের সৃষ্টি হয়নি।

সারাদেশে লোক নিবে ইনফোটুডে ২৪
নিয়োগ বিজ্ঞপ্তি ইনফোটুডে-২৪।

এদিকে যমুনা সেতু-র ওপর দিয়ে গত ২৪ ঘণ্টায় ৩৮ হাজার ৫৩৯টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২-কোটি ৭৯-লাখ ৬৯ হাজার ২শ’ টাকা।

 

 

যমুনা সেতু কর্তৃপক্ষ বলেন, “বুধবার রাত ১২-টা থেকে বৃহস্পতিবার রাত ১২-টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৮-হাজার ৫৩৯-টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ১৬-হাজার ৩৮০-টি। এতে টোল আদায় হয়েছে ১-কোটি ২৯-লাখ ২৪-হাজার ২৫০-টাকা। অনন্যদিকে ঢাকাগামী ২২-হাজার ১৫৯-টি। এর বিপরীত টোল আদায় ১-কোটি ৫০-লাখ ৪৪-হাজার ৯৫০-টাকা।

যমুনা সেতুতে একদিনে টোল আদায় হয়েছে ২ কোটি ৭৯ লাখ।
ছবি। সংগ্রীত

পুলিশ এবং সংশ্লিষ্ট সূত্র জানায়, ঈদ যাত্রায় বাড়ি যাওয়ার সময় এবার অতিরিক্ত যানবাহনের চাপ,  যমুনা সেতুর উপর দুর্ঘটনার ফলে টোল আদায় বন্ধসহ বিভিন্ন কারণে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছিলো। এর ফলে চরম ভোগান্তী নিয়ে যাত্রীদের বাড়িতে যেতে হয়েছে। তবে ঈদ আনন্দ শেষে রাজধানীতে  ফেরার পথে কোন যানজট ও ধীরগতির তৈরি হয়নি। এতে ভোগান্তি ছাড়াই রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ।

 

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বলেন, যমুনা সেতুর দুই পাশ দিয়ে ৯-টি করে মোট ১৮-বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এর মধ্যে দুইপাশেই ২-টি করে বুথ দিয়ে আলাদাভাবে মোটরসাইকেলের জন্য পারাপার হচ্ছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *