রাজধানীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ বাবা-ছেলে দগ্ধ

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ বাবা-ছেলে দগ্ধ। ছবি / সংগ্রহীত
স্টাফ রিপোর্টার। রাজধানীর ভাটারা পূর্ব নূরেরচালা এলাকায় একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে বাবা-ছেলে দগ্ধ হয়েছেন। তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
বুধবার (২ জুন) সন্ধ্যায় পূর্ব নুরেরচালা বাজার এলাকার স্কুলের পাশে একটি টিনসেড বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, “হালিম শেখ (৫০) ও তার ছেলে হানিফ শেখ (২৪)।
এই ঘটনায় সামান্য আহত হয়েছেন হালিম শেখের স্ত্রী শিউলি বেগম। তিনি জানান, “তাদের বাসায় গ্যাস সিলিন্ডার ব্যবহার করে রান্না করেন। সন্ধ্যায় চুলায় রান্না বসিয়ে তিনি পাশের রুমে কাজ করছিলেন। এসময় সিলিন্ডার থেকে হঠাৎ বিস্ফোরণ হয়। রান্না ঘরের পাশেই ছিল বাবা-ছেলে। এতে তাদের দু’জনের শরীরেই আগুন ধরে যায়।
বিস্ফোরণের শব্দ শুনে প্রতিবেশীরা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, দুজনের শরীরের অনেকাংশ পুড়ে গেছে। তাদেরকে জরুরি বিভাগে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে.