মার্চ ২৮, ২০২৫

রোজার ঈদে আসছে আসিফের নতুন গান

0
IMG-20250302-WA0003

 

স্টাফ রিপোর্টার : রুহুল আমিন শিশির।

 

জনপ্রিয় বাংলাদেশের কণ্ঠশিল্পী আসিফের গান। ও প্রিয়া , ও প্রিয়া তুমি কোথায় ? এই গান একবার হলেও শোনেন নাই বর্তমানে এমন কাউকে খুঁজে পাওয়া মুসকিল।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিজ্ঞাপন

২০০০ সালের পর থেকে সঙ্গীত শিল্পী হিসেবে হালের ক্রেজ হয়ে ওঠেন কন্ঠশিল্পী আসিফ আকবর। সেই থেকে আসিফ আকবরকে বলা হয় বাংলার যুবরাজ। জনপ্রিয় সংগীতশিল্পী মাঝ খানে গানে খুব বেশি নিয়মিত ছিলেন না। তবে গান কখনো ছেড়ে দেননি। অ্যালবামের গানে অনিয়মিত হলেও সিনেমার গানে নিয়মিত ছিলেন।

রোজার ঈদে আসছে আসিফের নতুন গান
কণ্ঠশিল্পী আসিফ আকবর। ছবি /সংগ্রহীত

এখনও গান প্রকাশে নিয়মিত তিনি। বিশেষ দিবস ও উৎসবেও প্রকাশ করছেন নতুন গান। এদিকে আসন্ন ঈদকে সামনে রেখে এরইমধ্যে নতুন গান প্রকাশের কাজ শুরু করেছেন। রোজার ঈদে প্রকাশ হবে ‘ফিরে পাব কি আবার’ শিরোনামের নতুন একটি গান। এর কথা লিখেছেন ফারুক আনোয়ার। সুর ও সংগীতায়োজন করেছেন সংগীত পরিচালক সম্রাট আহমেদ। এটি ঈদে একটি ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

রোজার ঈদে আসছে আসিফের নতুন গান
কণ্ঠশিল্পী আসিফ আকবর। ছবি/সংগ্রহীত

এ প্রসঙ্গে আসিফ আকবর বলেন, গানটির কথা খুব ভালো। সম্রাট এ প্রজন্মের খুব মেধাবী একজন সংগীত পরিচালক হিসেবে গানটিতে চমৎকার সুর ও সংগীত আয়োজন করেছে। আশা করি, এটি শ্রোতাদের কাছে বেশ গ্রহণযোগ্যতা পাবে। তিনি আরও বলেন, স্টেজ শোয়ের পাশাপাশি গান রেকর্ড করছি। ঈদে আরও কয়েকটি গান আসতে পারে। সেগুলো নিয়েও কাজ করছি।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *