শাহরুখ খান এর নতুন বাসা নিয়ে তোলপাড় নেপথ্যে কী?

সংগ্রহীত / ছবি । অভিনেতা শাহরুখ খান দম্পতি
ইনফোটুডে-২৪ বিনোদন ডেস্ক। ভারতের কিংবদন্তি অভিনেতা শাহরুখ খান তার নিজ বাড়ি মান্নাত ছেড়ে ভাড়া বাসায় থাকছেন। মাসে মোটা অংকের ভাড়া গুনতে হচ্ছে তার। অনেকের প্রশ্ন? বলিউড বাদশা কেন স্বপ্নের সাজানো বাড়ি ছেড়ে ভাড়া থাকছেন।

জানা গেছে, “নতুন করে সাজানো হচ্ছে এই অভিনেতার স্বপ্নের এই বাড়ি। পুরো কাজটি দেখভাল করছেন তার স্ত্রী এবং ইন্টিরিয়র ডিজাইনার গৌরী খান।
‘মান্নাত’-এর অন্দরসজ্জা ও অবকাঠামোয় বড় ধরনের নতুন পরিবর্তন আসছে। দুই বছরব্যাপী এই সংস্কার কাজের জন্য খান পরিবার বর্তমানে উঠেছেন মুম্বাইয়ের পালি হিল এলাকার একটি বিলাসবহুল ফ্ল্যাটে। ওই আবাসনের চারটি তলা একসঙ্গে ভাড়া নিয়েছেন তারা। প্রতি মাসে এই ফ্ল্যাটের জন্য শাহরুখ ও গৌরী গুনছেন প্রায় ২৪ লাখ টাকা।

শুধু নিজেদের থাকার ব্যবস্থাই নয়, ‘মান্নাত’-এর পরিচারক ও গৃহকর্মীদের জন্যও বাড়তি ফ্ল্যাট ভাড়া নেওয়া হয়েছে, যার মাসিক খরচ প্রায় দেড় লাখ টাকা। অর্থাৎ শুধু ভাড়ার পেছনেই মাসে প্রায় ২৫.৫ লাখ টাকা ব্যয় করছেন এই তারকা দম্পতি।

সূত্র জানিয়েছে, “মান্নাত’-এর সংস্কার কাজে বাড়ির ভিতরের সাজসজ্জার পাশাপাশি নতুন করে আরও দুটি তলা যুক্ত করা হবে। এই সংক্রান্ত অনুমতি গৌরী খান আগেই নিয়েছেন ২০২৪ সালে। এবার শুরু হয়েছে বাড়ির কাজ।