জুন ২২, ২০২৫

সহধর্মিনী সহ সাবেক আইন মন্ত্রী এপিএসর দেশ ত্যাগ নিষিদ্ধ।

0
রায় বহাল ২০ জনের মৃত্যু ডন্ড

আদালত। ছবি / সংগ্রহীত

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের একান্ত কাছের সহকারী সচিব (এপিএস) ও কসবা উপজেলার সাবেক চেয়ারম্যান মোহাম্মদ রাশেদুল কাউসার ভূঁইয়া ও তার সহদর্মিনী মোছাম্মদ লুৎফুন নাহারের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন ইনফটুডে ২৪
বিজ্ঞাপন

এই আদেশ দেন, আজ মঙ্গলবার (১৩মে)ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জর্জ মোহাম্মদ জাকির হোসেন গালিব।  তাদের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান চলমান জানিয়ে তাদের দেশত্যাগের  নিষেধাজ্ঞার আদেশ করেন দুদকের উপসহকারী পরিচালক মোঃ মিজানুর রহমান।

দুদকের উপসহকারী পরিচালক মোঃ মিজানুর রহমান। আবেদনে বলেন, সাবেক আইনমন্ত্রী এপিএস রাশেদুল কাউসার ভূইয়ার বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকা, ভারতে গরু পাচার করা, টেন্ডার ও বদলি বাণিজ্য সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে।

সহধর্মিনী সহ সাবেক আইন মন্ত্রী এপিএসর দেশ ত্যাগ নিষিদ্ধ।
ছবিঃ সংগ্রহীত

বিশ্বস্ত সূত্রে জানা যায়, অভিযুক্ত রাশেদুল কাউসার ভূঁইয়া সপরিবারে  দেশ ছেড়ে বিদেশ পালায়ন করতে পারেন।সাবেক আইনমন্ত্রী এপিএস রাশেদুল কাউসার ভূইয়ার বিরুদ্ধে আনা অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে রাশেদুল কাউসার  ভূইয়া ও তার সহধর্মিনী লুৎফুন নাহারের বিদেশ গমন নিষেধাজ্ঞা প্রার্থনা করা হয়।

সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাদের বিদেশ গমনের নিষেধাজ্ঞর  আদেশ দেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *