অক্টোবর ১৩, ২০২৫

তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ভোলায় বিএনপির বিক্ষোভ

0
তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ভোলায় বিএনপির বিক্ষোভ

গিয়াস উদ্দিন পাঞ্চায়েতের নেতৃত্বে বিক্ষোভ মিছিল / ছবি।

স্টাফ রিপোর্টারঃ শাকিল আহাম্মেদ।  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র ও কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন ভোলার তজুমদ্দিন তারেক জিয়া পরিষদ ।

ইনফোটুডে-২৪ লিমিটেড কোম্পানি
বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৭-জুলাই) সন্ধ্যা ৭-টার সময় উপজেলার শম্ভুপুর দক্ষিণ খাশেরহাট বাজারে বিভিন্ন ইউনিয়ন ও- ওয়ার্ডের বিএনপির সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা এসে ঝড়ো হন। পরে বাজারের পূর্ব মাথা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে নতুন বাজার হয়ে তারেক জিয়া পরিষদের সামনে এসে অবস্থান করেন।

তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ভোলায় বিএনপির বিক্ষোভ
গিয়াস উদ্দিন পাঞ্চায়েতের নেতৃত্বে বিক্ষোভ মিছিল / ছবি।

ষড়যন্ত্র হয়নি শেষ, “সজাগ থাকো বাংলাদেশ” এমন শ্লোগানে দলটির নেতাকর্মীরা প্রতিবাদ করেন। যুবদল নেতা গিয়াস উদ্দিন পাঞ্চায়েতের সভাপতিত্বে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ-সময় উপস্থিত ছিলেন বিএনপির সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা। এ-সময় দলটি বিভিন্ন নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

 

 

গিয়াস উদ্দিন পাঞ্চায়েত বলেন, তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশের তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তারেক রহমানকে ঘিরে নানামুখী ষড়যন্ত্র চলছে। তাকে নিয়ে কটূক্তি কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

সারাদেশে লোক নিবে ইনফোটুডে ২৪
নিয়োগ বিজ্ঞপ্তি ইনফোটুডে-২৪।

এ-সময় তিনি আরও বলেন, যারা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, “তাদের পরিণতি ভালো হবে না। দেশের সুন্দর পরিবেশকে অশান্ত না করে গণতান্ত্রিক ধারায় দেশকে এগিয়ে নিতে কটূক্তিকারীদের প্রতি আহ্বান জানান।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *