অক্টোবর ১৩, ২০২৫

২০২৫ স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন ইসমাইল হোসেন

0
স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫ পেলেন ইসমাইল হোসেন

সাংবাদিক মো. ইসমাইল হোসেন। ছবি

নিজস্ব প্রতিবেদক:  ‎সাংবাদিকতা, সংস্কৃতি ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে “স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫” অর্জন করেছেন তরুণ মেধাবী সাংবাদিক মো. ইসমাইল হোসেন।


‎শনিবার (৪ অক্টোবর) বিকেল ৫টায় রাজধানীর সেগুনবাগিচার কেন্দ্রীয় কঁচিকাচা অডিটোরিয়ামে স্টার বাংলাদেশ মিডিয়ার আয়োজনে এক জমকালো অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।

সারাদেশে লোক নিবে ইনফোটুডে ২৪
নিয়োগ বিজ্ঞপ্তি ইনফোটুডে-২৪।


‎অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবন্ত কিংবদন্তি চলচ্চিত্র অভিনেত্রী সুজাতা আজিম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এটিএন বাংলার উপদেষ্টা তাশিক আহমেদ। বিশেষ অতিথি ছিলেন চলচ্চিত্র পরিচালক মতিন রহমান, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নৃত্য পরিচালক ইভান শাহরিয়ার সোহাগ, জ্যাম্বস কাজলসহ শিল্প-সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনের বরেণ্য ব্যক্তিত্বরা।

‎অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খন্দকার আছিফুর রহমান, চেয়ারম্যান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি।

‎দেশের বিভিন্ন খাতের মোট ৩০ জন গুণীজনকে এ সম্মাননা দেওয়া হয়। তাঁদের মধ্যে অন্যতম ছিলেন বাগেরহাটের প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা মেধাবী সাংবাদিক ইসমাইল হোসেন। তিনি আনন্দ টেলিভিশন, ভোরের পাতা, মানবজমিন, এসএ টেলিভিশনের মতো দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমে কাজ করেছেন।

ইনফোটুডে-২৪ লিমিটেড কোম্পানি
বিজ্ঞাপন


‎সংবাদমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় ইসমাইল হোসেন বলেন, স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড শুধু সম্মান নয়- এটি আমার সাংবাদিকতার পথে এগিয়ে চলার নতুন অনুপ্রেরণা। সত্যকে তুলে ধরা, ন্যায় প্রতিষ্ঠা করা আর সমাজকে আলোর পথে এগিয়ে নেওয়াই আমার লক্ষ্য। এই সম্মান আমাকে আরও দায়িত্বশীল করবে, আরও সাহসী করে তুলবে।


‎তিনি আরও বলেন, আমি সব সময় নিজেকে শুধু সাংবাদিক নয়, সমাজকর্মী হিসেবেও পরিচয় দিতে চাই। আমার সামাজিক সংগঠন ‘দুর্বার উন্নয়ন সংস্থা’ অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে কাজ করে। দেশবাসীর কাছে দোয়া চাই-আমি যেন আমৃত্যু এ দেশের মানুষের জন্য কাজ করতে পারি।

ইনফোটুডে-২৪
বিজ্ঞাপন

‎অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা সাংবাদিক ইসমাইল হোসেনের নিষ্ঠা ও অবদানের প্রশংসা করে বলেন, তাঁর মতো তরুণরা সাংবাদিকতা ও সমাজসেবার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *