অক্টোবর ১৩, ২০২৫

নতুন মডেল খুঁজছে বাংলাদেশ ফ্যাশন রানওয়ে

0
রাজধানীতে শুরু হয়েছে নবীন মডেলদের জন্য বিশেষ অডিশন ক্লাস।

রাজধানীতে শুরু হয়েছে নবীন মডেলদের জন্য বিশেষ অডিশন ক্লাস।

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে শুরু হয়েছে নবীন মডেলদের জন্য বিশেষ অডিশন ক্লাস। বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইকের উদ্যোগে এ আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মকে মডেলিং পেশায় এগিয়ে নেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। আয়োজকদের মতে, এই অডিশন শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং মডেলিং ক্যারিয়ারের প্রাথমিক ধাপ শেখানোর একটি প্রশিক্ষণ কার্যক্রম।

 

দুপুরে রাজধানীর নিকেতন এলাকায় এ অডিশন অনুষ্ঠিত হয়। প্রথম দিনেই অন্তত ৭০ জন শিক্ষার্থী এতে অংশ নেন। তাদের মধ্য থেকে ২৫ জনকে বাছাই করা হয় পরবর্তী ধাপের জন্য। নবীনদের মধ্য থেকে সেরা প্রতিভাবানদের নির্বাচনের মাধ্যমে ধাপে ধাপে তৈরি করা হবে পেশাদার মডেল।

ইনফোটুডে-২৪
বিজ্ঞাপন

অডিশনে বিচারকের দায়িত্ব পালন করেন জনপ্রিয় মডেল ও কোরিওগ্রাফার রুমা সৈয়দ, ফ্যাশন বিশেষজ্ঞ সুমন হোসাইন, মডেল মারিয়া কিসপট্টা, অভিনেত্রী রাজ রীপা এবং ফ্যাশন ট্রেনার আজাদ ফারজানা লিমি, ব্র্যান্ড ওনার সুমনা সুমি, ফ্যাশন ডিজাইনার সোহান করীম প্রমুখ । তারা অংশগ্রহণকারীদের র‌্যাম্প ওয়াক, আত্মবিশ্বাস, ক্যামেরার সামনে অভিব্যক্তি এবং পোশাক নির্বাচনের ওপর গুরুত্ব দেন।

 

আয়োজক কমিটির এক মুখপাত্র সুমন হোসাইন জানান, “একজন মডেল সফল হতে হলে শুধু সৌন্দর্যই যথেষ্ট নয়। প্রয়োজন আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব এবং নিয়মিত প্রশিক্ষণ। আমাদের অডিশন ক্লাসগুলোতে এসব বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এখানে যারা বাছাই হয়েছেন, তারা ধাপে ধাপে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে উন্নত মডেল হয়ে উঠবেন।

ইনফোটুডে-২৪ লিমিটেড কোম্পানি
বিজ্ঞাপন

 

অংশগ্রহণকারীদের জন্য প্রথম দিন থেকেই হাতে-কলমে প্রশিক্ষণের ব্যবস্থা রাখা হয়। কীভাবে সঠিকভাবে র‌্যাম্প ওয়াক করতে হয়, ক্যামেরার সামনে নিজেকে উপস্থাপন করতে হয় কিংবা পোশাক নির্বাচন করতে হয়—এসব বিষয়ে বিশদভাবে শেখানো হয়। পাশাপাশি, অভিজ্ঞ ট্রেনাররা নতুনদের মানসিক প্রস্তুতি ও পেশাদারিত্বের বিষয়ে পরামর্শ দেন।

 

অডিশনে অংশ নেওয়া এক নবীন মডেল শাকিরা বলেন, “প্রথম দিনেই অনেক কিছু শিখলাম। বিশেষ করে র‌্যাম্পে হাঁটার সময় শরীরের ভঙ্গি ও চোখের অভিব্যক্তি নিয়ে যেভাবে ট্রেনাররা নির্দেশনা দিয়েছেন, তা ভবিষ্যতে কাজে লাগবে।”

 

বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইকের আয়োজকরা আশা করছেন, এই অডিশন ক্লাস থেকেই ভবিষ্যতে ফ্যাশন জগতে অনেক নতুন মুখ যুক্ত হবে। শুধু দেশেই নয়, আন্তর্জাতিক মঞ্চেও তারা প্রতিনিধিত্ব করতে পারবেন।

সারাদেশে লোক নিবে ইনফোটুডে ২৪
নিয়োগ বিজ্ঞপ্তি ইনফোটুডে-২৪।

এ আয়োজনকে ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। আয়োজকরা জানিয়েছেন, ধাপে ধাপে প্রশিক্ষণের পর নির্বাচিতদের নিয়ে একটি বড় র‌্যাম্প শো আয়োজন করা হবে, যেখানে নবীনরা অভিজ্ঞ মডেলদের সঙ্গে একই মঞ্চে হাঁটার সুযোগ পাবেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *