অক্টোবর ১৩, ২০২৫

হামলার শিকার হওয়া শাহে আলম এর পাশে বাংলাদেশ জার্নালিস্ট ইউনিটি।

0
Design_20251010_123322_0000

ইনফোটুডে-২৪ প্রতিবেদক ॥ ভোলার বোরহানউদ্দিন উপজেলার ৭নং টবগী ইউনিয়নের ০৮ নং ওয়াড, মুলাই পত্তন গ্রামের শাহে আলম সরকার বাড়ির, শাহে আলম কে হত্যার উদ্দেশ্য তার উপর হামলার করেন সন্ত্রাসীরা।

ইনফোটুডে-২৪ লিমিটেড কোম্পানি
বিজ্ঞাপন

মঙ্গলবার দুপুরে শাহে আলমের সুপারি জোরপূর্বক ভাবে গাছ থেকে পেড়ে নেওয়ার সময় বাধা দিলে স্থানীয় ক্যাডার, মিল্লাত ওরফে মিলাদ, নাজিমুদ্দিন, জসিমউদ্দিন, মনির, ইউনুস, মোক্তার, মোসাঃ হাছনা বেগম, মোসা: শাহিনুর বেগম, লিমা বেগম সহ অজ্ঞাত ২০-২৫ জন মিলে শাহে আলম কে হত্যার উদ্দেশ্য তার উপর হামলা করেন। মুমূর্ষু অবস্থায় প্রথমে তাকে বোরহানউদ্দিন হাসপাতালে পরে অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

ভোলায় হামলার শিকার হওয়া শাহে আলম পাশে বাংলাদেশ জার্নালিস্ট ইউনিটি।
স্থানীয় ক্যাডার। ছবি

এমন ঘটনা স্থানীয় সর্বত্তো মহলের কাছে নেক্কারজনক ও নিন্দার ঝড় উঠেছে। স্থানীয়দের দাবি সঠিক তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে সকল অপরাধীকে বিচারের আওতায় এনে বিচারের কার্যক্রম শুরু করতে হবে।

ইনফোটুডে-২৪
বিজ্ঞাপন

বাংলাদেশ জার্নালিস্ট ইউনিটির কেন্দ্রীয় কমিটির স্থানীয় মেম্বার, দেশ রূপান্তর এর স্টাফ রিপোর্টার, মোহাম্মদ খোকার পরিবারের উপর এমন হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে এবং পাশে থাকার অঙ্গীকার করেছেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *